Print Date & Time : 14 September 2025 Sunday 4:24 am

আত্রাইয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ১৩৫ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মন্টু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১০ টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ পিছ্ ইয়াবাসহ মন্টুকে গ্রেফতার করা হয়।
সে চকশিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। সোমবার (২২ আগস্ট) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, চকবাজার নামক এলাকায় কতিপয় এক মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মন্টকে আটক করা হয়‌।

দৈনিক দেশতথ্য//এল/