Print Date & Time : 15 March 2025 Saturday 6:54 am

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন

ফরহাদ মিয়া, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জিন এক্সপার্ট ল্যাবরেটরী উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা তদন্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানী, ডাঃ জোবায়ের আল- আমিন,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন তোফা, নাজিমুদ্দিন মন্ডল, মোঃ সম্রাট হোসেন, বাবলু খন্দকার, মোঃ ফাত্তাহ সরকার, হাবিবুর সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ উপজেলায় জনগণ জিন এক্সপার্ট ল্যাবরেটরী স্থাপনের কারণে বিনামুল্যে যক্ষা পরীক্ষা করতে পারবে, এই মেশিন প্রতিদিন ১২ টি করে পরীক্ষা করা সম্ভব।

দৈনিক দেশতথ্য//এল//