Print Date & Time : 11 September 2025 Thursday 9:01 pm

আনন্দঘন পরিবেশে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ফ্যামিলি ডে 

নিজস্ব প্রতিবেদক : আনন্দ উল্লাসে আনন্দঘন পরিবেশে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। 

কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের আয়োজনে কুষ্টিয়া  রেনউইক পার্ক এন্ড রিসোর্টে মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত গড়াই নদীর পাড়ে পিকনিক স্পটটি সংবাদকর্মীদের মিলনমেলায় জমে উঠেছিল। প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

এসময়  উপস্থিত ছিলেন – কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, সাধারণ সম্পাদক, এসএটিভি, বাসস, কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলাল, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পণের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, সহ-সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মন্জু, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক, দপ্তর সম্পাদক ডেইলি সানের প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হায়দার আলী, দৈনিক আলোর বার্তার জেলা প্রতিনিধি আহসান আলী বিশ্বাস, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আব্দুল মোতালেব রাজু,  দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী সহ ক্লাবের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা, অতিথি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। ফ্যামিলি ডে তে দুপুরের খাবারের পর খেলাধুলা, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন আয়োজন করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ মার্চ ২০২৪