স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার তরুণ আইনজীবী মো: মুহাইমিনুর রহমান পলল “গ্লোবাল পিস অ্যাম্বাসেডর”হিসেবে নিয়োগ পেয়েছেন। কুষ্টিয়ার সমাজসেবায় প্রশংসনীয় ভূমিকা ও করোনাকালীন দায়িত্বশীল কর্মকান্ড পালন করেছেন তিনি। তাকে ২ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
“গ্লোবাল পিস চেইন” একটি আন্তর্জাতিক সংস্থা। তারা শান্তি বাস্তবায়নে কাজ করছে বিশ্বের ১৩৬ টি দেশে। তাদের ৩,৯০০ জন সংগঠক ও দূত এবং ৩৩ টি আন্তর্জাতিক সংস্থার পার্টনার আছে। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য দ্বন্দ্ব সংঘাতময় বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের নিয়ে সমগ্র বিশ্বে স্বেচ্ছাসেবার মাধ্যমে শান্তি স্থাপন করা। পাশাপাশি বিশ্বের ক্ষতিকর ইস্যু গুলো নিয়ে তরুণদের ভাবনা ও পরামর্শগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা।
বাংলাদেশে জাতিসংঘের নির্ধারিত এসডিজি অর্জনে কমিউনিটিভিত্তিক কার্যক্রমগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয় করার কাজগুলো এগিয়ে নিতেই প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠকদেরকে যুক্ত করা হয়েছে গ্লোবাল পিস চেইনের বাংলাদেশ চ্যাপ্টারে। সিলেটের বিশিষ্ট সমাজসেবক মাহাতাবুল ইসলাম উদয় কান্ট্রি ডিরেক্টর হিসেবে একটি বোর্ড গঠনের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছেন।
অ্যাডভোকেট পলল ২০১০ সালের ১১ই সেপ্টেম্বর ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কালপুরুষ (কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ) নামক যুব সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরম্ভ করেন। ২০১১ সালের ডিসেম্বরে তরুণ প্রজন্মের শিল্প ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে কুষ্টিয়া ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালের ১৬ই আগষ্ট কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে খুলনার শিশু রাজনের চাঞ্চল্যকর নির্যাতন ও হত্যার প্রতিবাদে ২০ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করে অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন।
১৬ই আগষ্ট ২০১৫ সালে শিশু নির্যাতনের প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করার সময়ই লেখক গবেষক এবং দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমানকে আহবায়ক এবং মো: মুহাইমিনুর রহমান পললকে সদস্যসচিব করে প্রতিষ্ঠা করা হয় “সম্মিলিত সামাজিক জোট”।
এ্যাড. পলল বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের নির্বাচিত আইন সম্পাদক হিসেবে কাজ করছেন ২০২৩ সাল থেকে। একই সংগঠন ইতিপূর্বে খুলনা বিভাগীয় সদস্য সচিব নির্বাচিত হন। তিনি “আইনজীবী সুরক্ষা আন্দোলন” এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা বার ইউনিটের সদস্য সচিব। সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক এবং থানাপাড়া ঈদগাহ কমিটির কার্যনির্বাহী সদস্য।
এবি//দৈনিক দেশতথ্য//৭ জুলাই,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post