Print Date & Time : 12 September 2025 Friday 6:03 am

আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: এমপি জগলুল

সাতক্ষীরা ৪ আসনের মপি জগলুল হায়দার বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন,আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

সাক্ষাত কালে এসমস্ত কথা বলেছেন সাতক্ষীরা ৪ আসনের মপি জগলুল হায়দার।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের ন্যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপকূলকে সুরক্ষিত ও উন্নয়নে ব্যপক ভুমিকা রেখেছেন শেখ হাসিনা। আর তার প্রতিনিধি হিসেবে আমি সাতক্ষীরা ৪ আসনে প্রতিটি অলিগলিতে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়েছি। দু বারের এমপি হিসেবে বিলাসিতা না করে সবসময় মাঠেই থেকেছি জনগনের সাথে।আমার পাশে আসার আগে জনগনের সমস্যা শুনতে গিয়েছি তাদের পাশে।

প্রতিদিন সকাল থেকে রাত অবধি মাঠে ঘাটে সময় কাটান জগলুল হায়দার। একেবারেই সাধারণ মানুষের বেশে জনগণের সাথে মিশে থাকা এই সাংসদ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে বিভিন্ন কৌশল বেছে নিয়েছেন।চায়ের দোকানে সাধারণ মানুষের চায়ের আড্ডায় সরকারের সফলতার কথা তুলে ধরার পাশাপাশি লিফলেট বিতরণ, পথসভা, গ্রামীণ উঠান বৈঠক করে যাচ্ছেন নিয়মিত।

উন্নয়ন প্রচারের পাশাপাশি রাজপথ দখলে রেখে জামায়াত বিএনপির ডাকা অবরোধ এবং হরতাল রুখে দিতে কর্মী নিয়ে মাঠে রয়েছেন এই সাংসদ। প্রতিদিন রুটিন অনুযায়ী মিছিল, মিটিং, সভা সেমিনার ও সরকারের উন্নয়ন সফলতা প্রচারে ব্যস্ত সময় পার করছেন এমপি জগলুল হায়দার।

দৈনিক দেশতথ্য//এইচ//