Print Date & Time : 20 July 2025 Sunday 2:03 am

আমরা বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখি ডা:রফিকুল ইসলাম বাচ্চু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আমরা সেই  স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি।জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন আমরা সেই বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি দেশের প্রতিটি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার। বিকালে শুক্রবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা:রফিকুল ইসলাম বাচ্চু।

বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা:রফিকুল ইসলাম বাচ্চু বলেন, প্রতিটি মন্দিরে পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।আমাদের নেতা তারেক রহমান বলেছেন।তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ী করা হবে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আমরা সেই  স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি।বিগত সরকারের আমলে মানবাধিকার বলতে কিছুই ছিলনা।