ভেড়ামারা প্রতিনিধি :কুষ্টিয়ার ভেড়ামারায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১১ই অক্টোবর) দুপুর ৩টায় গোলাপনগর শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ।
পাকশী রেলওয়ে শ্রমীক দলের আহ্বায়ক মঞ্জুরুল আলম দুলাল এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সভাপতি ও জুনিয়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এ্যাড, তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য শিহাবুল ইসলাম, মোকারেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, মোকারেমপুর ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক আব্দুর রব, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, বিশিষ্ট ব্যবসায়ি সামসুল হক।
উদ্বোধনী খেলায় রাজশাহী ফুটবল একাদশ ও শাহাজাদপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকায় পেনাল্টি শুট আউট এর মাধ্যমে শাহজাদপুর ফুটবল একাদশ ৪-৩ গোলে রাজশাহী ফুটবল একাদশ কে পরাজিত করে। খেলাটি দেখতে মাঠে প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়।
প্রিন্ট করুন
Discussion about this post