Print Date & Time : 10 September 2025 Wednesday 7:15 am

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) উপজেলার ফাস্ট ক্যাপিটল ইউনিভার্সিটির মেইন গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় মরদেহের পাশে একটি বাজারের ব্যাগ থেকে নগদ টাকা ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের মানসিক সমস্যা ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। রাতে কোনো পরিবহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।