ওপেলিয়া কনি, ষ্টাফ রিপোর্টারঃ ‘মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম ‘ এই চিন্তাধারা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া জেলার এসএসসি/সমমান ২০২২ এ জিপিএ ৫.০০ প্রাপ্ত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেড এর পক্ষ থেকে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শনিবার ০৩ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টের মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের ব্যবস্হাপক আলহাজ্ব বশির আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শাহ আজম শান্তনু, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর,সিরাজগঞ্জ , বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া-২মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনের সহধর্মিনী সামসুন্নাহার শেফালি, ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের পরিচালক নাফিজ আহমেদ অনন্য, ওয়েষ্টার্ন ডায়াগনস্টিক এ্যান্ড হেলথ কেয়ার প্রাঃ লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ডাঃ সামাউন আহমেদ মৌসুমি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক নাজমুল হুদা, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের প্রভাষক মোফাজ্জেল হকসহ, বিভিন্ন সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ , বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অভিভাবকসহ গন্যমান্য বাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব বশির আহম্মেদ বলেন, ভবিষ্যতেও তার প্রতিষ্ঠান এ ধরনের মহৎ কাজের সাথে যুক্ত থাকবেন এবং এ সময় তিনি তার সন্তানেরকেও এই শিক্ষাবৃত্তি চালু রাখার নির্দেশনা দেন।
কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন দরিদ্র মেধাবী জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে এক কালিন বিশহাজার করে টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের ব্যবস্হাপক আলহাজ্ব বশির আহমেদ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ ফেব্রুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post