নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীর বাঁশ গ্রাম আলাউদ্দীন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজে আজ ৪ ঠা ফেব্রুয়ারী কলেজ অডিটোরিয়ামে কলেজ কতৃপক্ষ নিজ উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাসভাপতি আব্দুর রউফের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করেন। অধ্যাপক এম এ মজিদের সন্চালনায় অত্য কলেজের সভাপতি জান্নাতুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮- কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহম্মদ আব্দুস সাত্তার সাবেক উপাধ্যক্ষ অত্য কলেজ।
এর আগে বেলা ১ টার সময় প্রধান অতিথি আব্দুর রউফ এমপি কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছালে কলেজের ছাত্র ছাত্রীরা ফুল হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিনন্দন জানায় সেই সাথে কলেজের অধক্খ ড জাহিদুজ্জাম প্রধান অতিথিকে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথি কলেজ অডিটোরিয়ামে বসে বিভিন্ন অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। পরিশেষে প্রধান অতিথি কলেজের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ ফেব্রুয়ারি ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post