মাহাবুল ইসলাম, গাংনী: “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো—এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। কিন্তু গত ১৬ বছরে দেশের স্বৈরাচার দল আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল। তরুণ সমাজ ও ছাত্রজনতার জাগরণে সেই গণতন্ত্র হত্যাকারীরা এখন দেশ ছেড়ে পালিয়েছে।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে এক পথসভায় এ মন্তব্য করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
পথসভায় আমজাদ হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন—এই দেশ আমার, দেশের মাটি আমার, দেশের মানুষ আমার। আমি দেশ ছেড়ে কোথাও যেতে চাই না। আমরা সেই দেশনেত্রীর আদর্শে রাজনীতি করি। অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও জনগণের সাথেই থাকবো।” তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর ইসলাম, মনি মাস্টার, সুজন মাহমুদসহ ধানখোলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Discussion about this post