লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা শহরের আলোরুপা সিনেমা হলে ৫ ও ৭ আগষ্ট ৩৫-৪০ জনের দুর্বৃত্তরা হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও অবৈধভাবে দখল করেছে।
এ ঘটনায় পারিবারিক সম্পত্তি রক্ষায় আইনী সহায়তা চেয়ে সিনেমা হলটির মালিকের পুত্র মোঃ রফিউদৌলা আজ শনিবার ২১ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
থানা পুলিশে অভিযোগ সূত্রে জানা, গত ৫ আগস্ট বিকাল ৫ টায় জেলার আদিতমারী উপজেলার সার পুকুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ রাজু মিয়া, মোঃ সাজু মিয়া ও মোঃ টিটু মিয়া গংরা ৩৫ -৪০ জন সংঘবদ্ধ হয়ে আলোরুপা সিনেমা হলে প্রবেশ করে। সিনেমা হলে চেয়ার, সিলিং ফ্যান, প্রজেক্টর সহ মূলবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় সিনেমা হলের পর্দা ও হলে অগ্নিসংযোগ করে।
এ ঘটনার পর হতে সিনেমা হলটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সিনেমা হলকে ঘিরে ১০-১২ জন কর্মচারী বেকার হয়ে গেছে। এ ঘটনার ধকল কাটতে না কাটতে গত ৭ ও ৮ আগস্ট সকালে পুনরায় দূর্বৃত্তরা আলোরুপা সিনেমা প্রবেশ করে দখল নিয়েছে। দূর্বৃত্তরা আলোরুপা সিনেমা হলের জায়গায় প্রাচীর নির্মাণ করেছে।
এ ব্যাপারে আলোরুপা সিনেমা হলের মালিকের পুত্র রফিউদৌলা জানান, সিনেমা হলটি ৬৪ শতাংশ জমির উপর নির্মিত। এখানে ১০.৬৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে আদালতে মামলা রয়েছে। সিনিয়র জজ আদালত, লালমনিরহাট অন্য ৩১/৯৪ মোকদ্দমায় গত ২০ এপ্রিল’ ১৯৯৬ সালে এক তরফা ডিক্রী ( চীরস্থায়ী নিষেধাজ্ঞা) প্রদান করেছিলেন। সেই নিষধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সিনেমা হলের জায়গায় দখলে নিয়েছে দূর্বৃত্তরা ।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, আলোরুপা সিনেমা হলে দূর্বৃত্তায়নের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অফিসার পাঠিয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।