Print Date & Time : 14 September 2025 Sunday 8:27 am

আল্লারদর্গায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গার হলুদবাড়ি, পারটেক্স মোড় এলাকায় রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

গতকাল শনিবার (২৭শে মে) বিকেল ৫ টায় ভুক্তভোগী এলাকাবাসী রাস্তার পাশে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করে। 

এলাকাবাসী জানান, দীর্ঘ ২/৩ বছর যাবৎ রাস্তাটি পথচারীসহ গাড়ি চলাচলের অযোগ্য, ভাঙ্গাচুরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

যে কারণে প্রতিদিন ছোটখাটো দূর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাড়িয়েছে রাস্তাটিতে। শিক্ষার্থীরা রাস্তার কারণে অনীহা দেখাচ্ছে স্কুলে যেতে। রোডস্ এন্ড হাইওয়ের লোকজন বিষয়টি যেনেও এড়িয়ে চলেছে। তারা মাঝে মধ্যে কোনো রকম থুতু দিয়ে ছাতু ভেজানোর মত ইট পাটকেল দিয়ে দায় ছাড়ার মত রাস্তা মেরামত করে। যা অল্প দিনে খাদ ও গর্তে পরিমান হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টি হলেই রাস্তার উপরে পানি জমে হাঁটু পরিণত। যেহেতু আল্লারদর্গা বাজার, আমদহ, দৌলতপুর, প্রাগপুর যাওয়ার প্রধান সড়ক এটা। যা দিয়ে প্রতিদিন হাজার মানুষের চলাচল। সুতরাং স্থায়ী সমাধানের জন্য বিষয়টি রোডস্ এন্ড হায়ওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৭,২০২৩//