জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান সমপন্ন হয়েছে।
গত রবিবার (২৯শে সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভেড়ামারা গোডাউন মোড়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ২২৫ তম শাখায় এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ভেড়ামারা শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত ব্যাংক অপারেশন ম্যানেজার খন্দকার এজাজ, অফিসার রাকিব তালুকদার, রাসেদুল, কেএম ফারুক, সাংবাদিক জাহিদ হাসান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।
সভায় ভেড়ামারা শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্যাংকটি সেবার মান ও শরীয়াহ্ পরিপালনের দৃঢ়তা নিয়ে এ বছর ২৭শে সেপ্টেম্বর ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাকাল থেকেই শরীয়াহ্ পরিপালনের ক্ষেত্রে কঠোর অবস্থানে ছিলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। বর্তমানে দেশজুড়ে এ ব্যাংকের ২২৫ টি শাখা চালু রয়েছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের ব্যাংক আরো বিস্তার লাভ করবে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মওলানা আনোয়ার হোসাইন।

Discussion about this post