Print Date & Time : 4 July 2025 Friday 10:35 pm

আশ্বিণী সংঘ পূজা কমিটির অষ্টমীর পূজা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপ। সন্ধ্যা হতে না হতেই ভিড় বাড়েছে দেবী দূর্গাকে ঘিরে।

আজ মহাঅষ্টমী, সমস্ত দিন মণ্ডপে ঘুরে ঘুরে দেবীকে এদিন প্রাণ ভরে দেখছেন ভক্তরা। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা।

কুষ্টিয়া শহরের দেশওয়ালী পাড়া চন্ডীচরণ রোডে অবস্থিত আশ্বিণী সংঘ পূজা কমিটির উদ্যোগে শারদীয়া দূর্গা ঊৎসবে অষ্টমীর পূজা উদ্ধোধন করেন সৃজন প্রোপাটির চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খোকন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশ্বিণী সংঘ পূজা কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যরা।