নিজস্ব প্রতিবেদক:
আসাদ দিবসের আজ ২০ জানুয়ারি ২০২৪ শনিবার সকাল ৯ টায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র শহীদ আসাদ দিবসে ঢাকা মেডিকেল কলেজের সামনে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম এর সদস্য বেলাল চৌধুরী, মনজুর আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ সভাপতি বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।
নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ শেষে দাঁড়িয়ে রেড স্যালুট দেন এবং আসাদের স্বপ্নে দেশ-পৃথিবী গড়ে তোলার সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post