রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:পটু্যাখালী দশমিনা উপজেলায় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শ্বশুরবাড়ি বেড়াতে এসে শহীদ জিহাদের কবর জিয়ারত করেন এবং বলেন ৫ আগষ্ট আহত ও নিহতদের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় ।
জানা যায় ছাত্র বৈষম্ বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রবিবার ভোরে দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন শাহাবুদ্দিন মাস্টারের বাড়ি আসেন।
তিনি শাহাবুদ্দিন মাস্টারেরে ছোট মেয়েকে বিবাহের পর এই প্রথম শ্বশুরবাড়ি দশমিনা উপজেলায় আসেন।
রবিবার সকাল ১১ টায় ছাত্র বৈষম বিরোধী আন্দোলনে নিহত শহীদ জিহাদের পরিবারের খোঁজ খবর নেন এবং শহীদ জিহাদের কবর জিয়ারত করেন।
তিনি সংবাদিকদের প্রশ্নের জাবাবে বলেন ফ্যাসিস্ট সরকারের সময় কালে বেশি নির্যাতিত হয় বিএনপি। বিএনপি নেতাকর্মীদের রাজ পথে বিভিন্ন সময় আন্দোলনে দেখা যায় এবং ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা হামলা ও জেল জুলুম করে হয়রানি করে। বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহনের বিষয় বলেন ৫ আগষ্ট পরবর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচারের আওয়াতায় না আনা পর্যন্ত কোন নির্বাচন হতে পারেনা। আমরা ঐ হত্যা কারিদের বিচার নিশ্চিত করার জন্য জনগনকে নিয়ে পূনরায় যা করার করবো। ফ্যাসিস্ট সরকার পালানোর পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠ সুন্দর পরিবেশ তৈরি করা হবে।
৫ আগষ্ট এ ছাত্র বৈষম বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য বারবার আমরা বলে যাচ্ছি। এটা সময়ের লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকারে নীতীবাচক বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন।
এসময় তার সাথে ছিলেন নিহত শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবুল বশার সহ ছাত্রদলের সদস্যগন।