সিলেট অফিস:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধমিজানুর রহমান সুফিয়ানের পাশে দাড়িয়েছে জামায়াত।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ঢাকাস্হ মিরপুর ডেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন সুফিয়ানকে দেখতে যান।
এসময় নেতৃবৃন্দ সুফিয়ানের চিকিৎসার খোজ খবর নেন এবং তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মিজানুর রহমান সুফিয়ান সিলেট জেলার দক্ষিণ সুরমা লালাবাজার পশ্চিম ভাগের মৃত ফজলু মিয়া ও রাজনা বেগম দম্পতির ১ম সন্তান। গত ৫আগষ্ট বৈষম্য বিরুধী আন্দোলনে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার সাথে মিছিলে যোগ দেন সুফিয়ান। এসময় আন্দোলনকারীদের থামাতে পুলিশ গুলি ছুড়লে সুফিয়ান গুলিবিদ্দ হন। পুলিশের ছোড়া গুলি সুফিয়ানের কানের নিচ দিয়ে ঢুকে নাকের ভিতর দিয়ে বের হয়। গুরুতর আহত সুফিয়ানকে তৎক্ষনাৎ ঢাকা ডেন্টাল কলেজে ভতি করেন।
অনবরত চিকিৎসা চললে ও পুরোপুরি সুস্থ হতে পারেনি সুফিয়ান। আগামীকাল তার মুখের ভিতরে বড় ধরনের সার্জারি হবে, তাই পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।