Print Date & Time : 6 July 2025 Sunday 10:15 pm

ইউজিসির প্রতিনিধিদলের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) এর চার সদস্যের একটি প্রতিনিধি দল কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। চারুকলা ও সঙ্গীত বিভাগ অনুমোদনের লক্ষ্যে সরেজিমেন রবিবার এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। নতুন বিভাগ অনুমোদনের লক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দলের সদস্যরা জানান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান বজায় রেখে এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলিতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সুশান্ত কুমার অধিকারী। প্রতিনিধি দলে আরও ছিলেন, বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ পরিচালক মোহা. রোকনুজ্বামান, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. ইউসুফ আলী খান, ইউজিসির সহকারি সচিব প্রবীর চন্দ্র দাস। প্রতিনিধি দল এসময় পুরো ক্যাম্পাস ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন, ট্রাস্টি মো. মনিরুজ্জামান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক এস এম হাসিবুর রশিদ তামিম, রোভার স্কাউটস এর সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক মো. আব্দুল গাফফার মিঠু, প্রমোশন অফিসার ইমাম মেহেদীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।