নিজস্ব সংবাদদাতা, নেছারাবাদ (পিরোজপুর): উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সরকারি ঘর দেওয়ার কথা বলে আব্দুল লতিফ নামের এক অশীতিপর হতদরিদ্র বৃদ্ধর কাছ থেকে টাকা নিয়েছেন চেয়ারম্যানের মোটরসাইকেল চালক শেখর। ঘর না পেয়ে বৃদ্ধ লতিফ টাকা ফেরত চাইলে তাকে হুমকি ধামকি দিয়েছেন।
ভুক্তভোগী বৃদ্ধ লতিফ ওই ইউনিয়নের মুনিনাগ গ্রামের বাসিন্দা। মাথা গোজার কোন ঠাই নেই তার। শেখর চেয়ারম্যান নজরুল ইসলামের মোটর সাইকেল চালক হওয়ায় তাকে বিশ্বাস করে দশ হাজার সাতশত টাকা দিয়েছেন।
চেয়ারম্যান সব অভিযোগ অস্বিকার করে বলেছেন, শেখর আমার মোটরসাইকেল চালক নয়। প্রয়োজনে মাঝেমধ্যে তার মটর সাইকেলে চড়ি। লতিফের বিষয়টি নিয়ে শালিসে বসেছিলাম। তাতে টাকা নেওয়ার কোন প্রমান বৃদ্ধ লতিফ দেখাতে পারেনি। শেখর আমার নির্বাচন করেছে। তাই প্রতিপক্ষ ওই বৃদ্ধকে দিয়ে এ অভিযোগ এনেছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এবি/দৈনিক দেশতথ্য/১০ অক্টোবর/২০২১