Print Date & Time : 25 August 2025 Monday 7:41 am

ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর আওয়ামীলীগ হতে পদত্যাগ

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী মোছাঃ শাহানা ফেরদৌসী সীমা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।

জানা গেছে, চেয়ারম্যান মোঃ মজিবুল সাদাত জেলার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার স্ত্রী মোছাঃ শাহানা ফেরদৌসী সীমা পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তারা গত ২৪ ফেব্রুয়ারি শনিবার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় বিষয়টি উপস্থাপন হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি উপস্থিত ছিলেন। স্বামী – স্ত্রী পদত্যাগের বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল আলম সাদাত নিশ্চিত করেছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে গণসংযোগ করছে ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল আলম সাদাত। একই পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু প্রার্থী হতে গণসংযোগ করছে। লিয়াকত হোসেন বাচ্চু গত নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে পরাজিত হয়।

পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত জানান, আমার রয়েছে বর্ণাঢ্য পারিবারিক রাজনৈতিক ক্যারিয়ার দাদা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছে, বাবা আওয়ামীলীগের নেতা, মা আওয়ামীলীগের নেত্রী ছিলেন। দাদা, বাবা ও মা পাটিকাপাড়া ইউনিয়নের টানা নির্বাচিত চেয়ারম্যান হয়ে আসছেন। সাধারণ মানুষের ভালবাসা পেলে উপজেলা নির্বাচনে বিজয়ী হতে পারব। হাতীবান্ধা আওয়ামীলীগের আগামী দিনের রাজনীতি উপজেলা পরিষদের প্রার্থীর উপর নির্ভর করবে। মাঠ পর্যায়ের কর্মীরা পরির্বতন চায়।

দৈনিক দেশতথ্য//এইচ//