Print Date & Time : 25 August 2025 Monday 5:04 am

ইউপি সদস্যকে পেটালেন ছাত্রলীগ নেতা

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:চাঁদা না পেয়ে দুই বারের নির্বাচিত ইউপি সদস্য প্রকাশ্য পেটালেন ছাত্রলীগ নেতা।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে জেলার আদিতমারী থানায়
অভিযোগ দায়ের করেছে ইউপি সদস্য।

আজ বৃহস্পতিবার দুপুরে পুনরায় আদিতমারী উপজেলা ভাদাই ইউনিয়নের ৬নং ইউপি সদস্য মহেশ্বর বর্মন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য মহেশ্বর বর্মন উপজেলা সদরের বুড়িরবাজারে উপস্থিত হলে পিপলু(২৬) ও মুরাদ(২৮) পথ রোধ করে দাঁড়ায়। এ সময় তারা ইউপি সদস্যে মহেশ্বরের মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে পিটায়।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারী দুজন সটকে পরে । অভিযুক্ত মোস্তাক জামান পিপলু ও আবু সাঈদ মুরাদ ছাত্র লীগের স্থানীয় নেতা।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী জানান, থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//