পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার খড়িয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সানা সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম’র কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিতব্য নির্বাচনে সর্বোচ্চ ৫ ভোট পেয়ে সাবেক সভাপতি এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টুকে পরাজিত করে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সভাপতি নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলো, সদস্য সচিব মাদ্রাসা সুপার মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্জ্ব সরদার দবির উদ্দীন আহম্মেদ, দাতা সদস্য রুপবান বিবি, অভিভাবক সদস্য সাফায়েত হোসেন, বাবুল আক্তার সানা, ফারুক হোসেন সানা, শিক্ষক প্রতিনিধি মাওঃ আব্দুল লতিফ গাইন, মাওঃ রফিকুল ইসলাম গাজী ও শারমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রিজাইডিং ও উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post