Print Date & Time : 25 August 2025 Monday 4:26 am

ইজতেমার শেষে দেশে ফিরছে ভারতীয় মুসল্লিরা

মনিরুল আলম মনির,শার্শা থেকে:
মুসলিম উম্মার দ্বিতীয় হজ্ব নামে পরিচিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টা থেকে ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে তারা বাংলাদেশে থেকে দেশে ফিরছে।

বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমা শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লি বাংলাদেশে আসে। ঢাকার টঙ্গীর তুরাগ তীরে গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। প্রার্থনা আর ক্ষমার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে মাওলানা জোবায়ের গ্রুপের ইজতেমা। ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে লাইনে দাঁড়াচ্ছেন। আজ সকাল থেকে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত শফিক আহমেদ জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। তাদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা ফিরে যাচ্ছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//