ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অন এক্টিভ সিটিজেনারীর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপী এই কর্মশালাটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সদস্য সাকিব আল হাসান রাকিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম। এসময় সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক, অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এন্ড এসপিও জনাব তুহিন আফসারি, একাউন্টস অফিসার জনাব অধীস দাস এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিওনের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ।
এসময় প্রশিক্ষকগণ কর্মশালায় উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে ইয়ুথ লিডারশীপ এবং এক্টিভ সিটিজেনশিপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সংগঠনের সভাপতি এস এ এইচ ওয়ালীউল্লাহ বলেন, “বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রত্যেক নাগরিককে নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের রাষ্ট্রের প্রতি যেসকল দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি ছাত্র জনতার মাঝে এই সচেতনতার কার্যক্রম পরিচালনা করে আসছে”।
অনুষ্ঠান শেষে ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি কর্তৃক আয়োজিত ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post