Print Date & Time : 17 July 2025 Thursday 7:59 pm

ইবিতে কুরআন তিলাওয়াত ও গণইফতার

ইরফান উল্লাহ, ইবি প্রতিবেদক: প্রায় ২ হাজার শিক্ষার্থী নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।
এতে ইফতারের পাশাপাশি কুরআন তিলাওয়াতের আয়োজন করা হয়।
এসময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী , আনসার, ভ্যানচালক ও দোকানীসহ প্রায় ২২০০ মানুষের মাঝে মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামানসহ বিএনপি পন্থী শিক্ষক-কর্মকর্তারা।

ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এটা খুবই প্রশংসনীয় আয়োজন।

এর আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে গণইফতার আয়োজন করেছে। আজকে ছাত্রদল কুরআন তিলাওয়াত ও গণইফতারি করিয়েছে। ছাত্রসংগঠন গুলোর মাঝে এমন ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা রাজনীতিমুখী হবে। এছাড়া এইসব কাজের মাধ্যমে সংগঠনগুলো শিক্ষার্থীদের কাছে তাদের পজিটিভিটি তুলে ধরতে পারবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে পজিটিভ কাজ করতে চাই।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে। মানুষের জন্য কাজ করবে।