ইরফান উল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এ আয়োজন করে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব আহমদ আলী, ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মজুল করিম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মোঃ আশিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমাদ আব্দুল জলিল, অ্যাসিস্টেন্ট অ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট জমারত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাবলিক স্পিকার মোহাম্মদ হিরা সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলার উপদেষ্টা আলহাজ্ব মোঃ নূর আলম বিশ্বাস।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে করণীয়, আত্মউন্নয়ন ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলমান।

Discussion about this post