Print Date & Time : 6 July 2025 Sunday 2:28 am

ইবিতে ছাত্র মৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর উদ্যোগে টিএসসিসি’র করিডোরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি আকতার হোসেন আজাদে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় শিক্ষা ও রাজনৈতিক গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। এসময় আরিফুল ইসলাম বলেন, স্বাধীনতার এই ৫০ বছরেও দেশে ৭২ এর সংবিধান কার্যকর করা হয়নি। যে সংবিধানে সমাজতন্ত্র ও সাম্যবাদীতার কথা ছিল। ছাত্র মৈত্রীর এই শুভদিনে মানবতার সাথে সমাজের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ৭২ এর সংবিধানকে প্রতিষ্ঠিত করতে চাই। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি আকতার হোসেন আজাদ বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও সান্ধ্যকালীন ব্যবসা বাদ দিয়ে স্বাভাবিক লেখাপড়ায় শিক্ষকদের মনোযোগ দেয়ার আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু। স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আশিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম সভার সঞ্চালনা করেন। সভা শেষে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা।