ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে প্রক্টরসহ পাঁচ প্রশাসনিক পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে, তিনটি পদে পূনর্বহাল করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ নিয়োগ প্রদান করেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন। অফিস আদেশে জানানো হয় যে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ-কে পরবর্তী ১ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীনের ছাত্র-উপদেষ্টা হিসেবে পরবর্তী ১ বছরের জন্য পূনরায় নিয়োগ দেয়া হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন-কে পরিবহন প্রশাসক হিসেবে পরবর্তী ১ বছর মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে। আইন বিভাগের প্রফেসর ড. জহুরুল ইসলামের আইন প্রশাসক হিসেবে মেয়াদ শেষ হওয়ায় একই বিভাগের প্রফেসর ড. মোঃ আনিচুর রহমানকে আইন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ারস সেল প্রধানের (পরিচালক) মেয়াদ শেষ হওয়ায় বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল-কে তাঁর স্থলে নিয়োগ দেয়া হয়েছে। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ শামসুল আলম-কে দেশরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে পূনরায় পরবর্তী ১ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ায় এইক বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম-কে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ এর টিএসসিসি’র পরিচালক হিসেবে মেয়াদকাল শেষ হওয়ায় পরবর্তী ১ বছরের জন্য বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ বাকি বিল্লাহ-কে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post