ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের রজতজয়ন্তী ও ১ম অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সৃষ্টি ও মিলনের উচ্ছ্বাস আছে আজকের এই মিলনমেলায়। আপনারাই হচ্ছেন এই বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। জীবনে দুইটা জায়গায় হেরে গেলেও আনন্দ বুক ভরে যায় তা হলো সন্তান ও নিজ ছাত্র-ছাত্রীদের কাছে। এই হারবার মধ্যেও রয়েছে এক ধরনের বিজয়। তিনি উপস্থিত অ্যালামনাইদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও নীতি নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য আহবান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ অক্টোবর ২০২৩

Discussion about this post