Print Date & Time : 7 July 2025 Monday 1:30 am

ইবিতে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ফের শুরু

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর অবশিষ্ট খেলাসমূহ পুনরায় শুরু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যেকার খেলার মধ্য দিয়ে আবারও এ প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুরু হয়। পরে দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের কারণে তা বন্ধ হয়ে যায়। সোমবার টুর্নামেন্টের অবশিষ্ট খেলাসমূহ পুনরায় শুরু হলো। এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে গত বছর ‘বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ শুরু হয়। কিন্তু করোনার কারণে তা স্থগিত করতে হয়। এখন যেহেতু পরিবেশ-পরিস্থিতি ভালো, তাই টুর্নামেন্টটি ফের শুরু করা হয়েছে।