ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) স্টুডেন্ট ব্রাঞ্চের কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুসতাকিম মুসল্লী পিয়াস এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান নাফি।
আজ বুধবার আই-ইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস-চেয়ার মারুফ হোসেন, আরমান হোসেন, ট্রেজারার হাসনাত হোসেন, ওয়েবমাস্টার হজরত আলী, কন্টেন্ট রাইটার মারুফা মিশু, মেম্বারশিপ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর ফয়সাল আহমেদ, পাবলিসিটি কো-অর্ডিনেটর তাসমিম জামাল জ্যোতি, প্রোগ্রাম এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল নোমান এবং গ্রাফিক ডিজাইনার এস এম সাজ্জাদ হোসেন সৈকত।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ মে ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post