ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে সিগারেটের টুকরো পাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরের খাবারে সিগারেটের অংশ পাওয়ার অভিযোগ করেছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আবু বকর সিদ্দিক। এ নিয়ে হলে থাকা শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এসময় হলের খাবারের মান নিয়ে নানা অভিযোগ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমন ঘটনা হলগুলোতে নতুন নয়। শিক্ষার্থীরা হলের খাবারে প্রায়শই বিভিন্ন পোকা-মাকড় ও আবর্জনা পান বলে অভিযোগ করেছেন। আবাসিক হলের ডাইনিংয়ে প্রতিনিয়ত বাজারের উচ্ছিষ্ট খাবার খাওয়ানো হচ্ছে। স্বল্প মূল্যে পঁচা-বাসি সবজি, মাছ এবং নিম্নমানের চাল কিনে এসব রান্না করে নিয়মিত পরিবেশন করছেন ডাইনিং ম্যানেজাররা। এতে অনেক সময় শিক্ষার্থীরা পেটের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন।
ভুক্তভোগী বলেন, আমি খাবার নিয়ে রুমে এসেছিলাম। তারপর নামাজ পড়ে খেতে বসে খাবারের মধ্যে সিগারেট পাই। সিগারেটটি পেয়েছিলাম মাছের তরকারির ভিতর। তারপর সেগুলো খাবার রুমের বাহিরে রাখি। আগামীকাল প্রভোস্টকে এ বিষয়ে জানাবো।
অভিযুক্ত সাদ্দাম হলের ডাইনিং ম্যানেজারকে সিগারেটের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাবুর্চি ভুল করে ঐখানে ফেলেছে।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, “বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ডাইনিং ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, সামনে যাতে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে সতর্ক করেছি। পরবর্তিতে এমন কোন ঘটনা ঘটলে শিক্ষার্থীদেরকে তৎক্ষণাৎ ডাইনিং ম্যানেজারের নিকট রিপোর্ট করার অনুরোধ করছি।”

Discussion about this post