Print Date & Time : 3 July 2025 Thursday 12:20 pm

ইবির জিওগ্রাফি বিভাগের নাম পরিবর্তন নিয়ে বিভক্ত শিক্ষার্থীরা

ইরফান উল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন নিয়ে এবার মুখোমুখি অবস্থান নিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেন একাংশ শিক্ষার্থী এবং পরিবর্তন না করার দাবিতে আরেকাংশ শিক্ষার্থী এসে
মানববন্ধনের সম্মুখে অবস্থান নেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শিক্ষার্থীরা এই অবস্থান গ্রহণ করেন।

মানববন্ধনে নাম অপরিবর্তিত রাখার বিষয়ে বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফারিহা ইসলাম বলেন, “আমরা মাস্টার্সে ভর্তি হবো। এখন এক নামে অনার্স করে আবার অন্য নামে মাস্টার্স করাটা কতটুকু যুক্তিযুক্ত। বিভাগের কিছ শিক্ষার্থী নাম পরিবর্তন চাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন করতেছে। কিন্তু তাদের সাথে সকল শিক্ষার্থী নেই। বিভাগের সকল শিক্ষার্থ নাম পরিবর্তন চাচ্ছে না। আমরা চাই বিভাগের যেই নাম রয়েছে সেটাই বহাল থাকুক। আমরা কোনো নাম পরিবর্তন চাই না।”

অপরদিকে, নাম পরিবর্তনের বিষয়ে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ২০১৭ সালে বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয় ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’ বিভাগ। পরে ২০২২ সালে স্বাক্ষর জালিয়াতি করে বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’। আমরা এই অন্যায় মেনে নিবো না। আমরা বিভাগের নাম পরিবর্তন চাই। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যাবো।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, বিভাগের নাম নিয়ে শিক্ষার্থীদের মাঝে দুটি গ্রুপ হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে এমন বিভাজন কাম্য নয়। একটি বিভাগের দুটি নাম থাকতেপারে না। তোমাদের দাবি প্রশাসন জেনেছে। আজকে একাডেমিক কাউন্সিল আছে।
তোমাদের বিভাগের বিষয়টি উত্থাপন কর হবে। আশা করি তোমরা সুনির্দিষ্ট সমাধান পাবে। তোমরা বিভাগের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখো।

এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ২৯,২০২৫//