Print Date & Time : 6 July 2025 Sunday 8:37 pm

ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলিনা নাসরীন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার এ টি এম এমদাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. শেলিনা নাসরীনকে নিয়োগ দিয়েছেন। ২৫ নভেম্বর থেকে আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।’ উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেন। এরপর থেকে পদটি শূন্য ছিলো।