ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যা জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র।
চব্বিশের জুলাই-আগষ্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবী পূরণের লড়াই ছিলনা; এটি জনগনের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।
এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবী, শিক্ষামন্ত্রনালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লব-২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পূর্বের ইতিহাস বাদ দিয়ে নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান। এছাড়াও পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান।

Discussion about this post