ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ মুজিবুর রহমান হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ এটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙানিস, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস ও ফেরিক আয়রন অপসারণ করতে সক্ষম। এছাড়া প্যাথোজেন এলিমেন্টস যেমন: ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া সহ ক্ষতিকারক উপাদানগুলো ফিল্টার করে থাকে এই ফিল্টার। হলের প্রধান ট্যাংক থেকে প্লান্টের মধ্য দিয়ে পানি ফিল্টার হয়ে আরেকটি ট্যাংক এ জমা হয়। যা পরবর্তীতে সকল ট্যাপ ও বেসিনে সাপ্লাই হয়।
হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন , ‘আমরা সবসময় শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করে যাচ্ছি। আমি থাকা অবস্থায় এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি শুধু চাই শিক্ষার্থীরা আমার পাশে থাকবে।’
তিনি আরও বলেন, আপাতত হলের দুইটি ব্লকে এই প্লান্টটি স্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে সবগুলো ব্লকেই স্থাপন করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। নিরাপদ পানি শিক্ষার্থীদের অধিকার। এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করায় বঙ্গবন্ধু হল প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আগামীতেও এমন শিক্ষার্থীবান্ধব কাজে প্রভোস্ট মহোদয় এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করি।’
এসময় তিনি হলের ডাইনিং রুম পর্যবেক্ষণ করেন। সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পক্ষেও মতামত দেন।

Discussion about this post