ইরফান উল্লাহ, ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের ডাইনিং পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় শিক্ষার্থীদের সাথে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেছেন তিনি। সোমবার (১০ মার্চ) রাত ৮টায় তিনি হল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয় তানভীর মন্ডলসহ হলটির আবাসিক কর্মকর্তা ও কয়েকজন শিক্ষার্থী।
হলটির আবাসিক শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, উপাচার্যের ডাইনিং পরিদর্শন ইতিবাচক। নিয়মিত এমন পরিদর্শন করলে খাবারের মান ভালো করবে। বেশিরভাগ ক্ষেত্রেই খাবারের মান ভালো থাকে না। প্রশাসন যখন তদারকি করে তখন একটু ভালো খাবার রান্না করে। পরে আবার মান আগের মতো হয়ে যায়।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কেমন খাবার পরিবেশনা করা হচ্ছে তা যাচাই করতে পূর্ব পরিকল্পনা ছাড়াই এ পরিদর্শন। আমার মনে হলো খাবারের মান মোটামুটি ভালো। শিক্ষার্থীরা তা খেতে পারবে। এছাড়া খাবারের মান যাতে সবসময় ভালো থাকে সে বিষয়ে হল প্রভোস্টকে নির্দেশনা দিব। তিনি নিয়মিত তদারকি করবেন। হলের শিক্ষার্থীদেরকে বলবো খাবারের বিষয়ে সচেতন থাকতে। কোনো সমস্যা হলে প্রভোস্টকে জানাবে।

Discussion about this post