Print Date & Time : 6 July 2025 Sunday 9:52 am

ইবি এলাকায় কৃষকের ফসল কাটলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে দলে লোক ভিড়াতে রাতের আধারে ১ বিঘা জমির টমেটো গাছ কেটে দিলেন একটি প্রভাবশালী চক্র জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত্য রতন শেখের ছেলে লালন মন্ডলের(৫০) ২৬ শতক জমির টমেটো গাছ রাতের আধারে কেটে দেয়,একটি প্রভাবশালী চক্র।এই দিকে একই গ্রামের মৃত্য ঃ পলান শেখের ছেলে,মন্ডল ইসলাম (রুহুল আমিন) এর ৯ শতক জমির টমেটো গাছ কেটে দেন। এই দিকে বিষয়টি নিয়ে গজনীরপুর গ্রামে অন্যরকম বিরাজ করছে,শত কষ্ট করে জন্মানো ফসল কেটে দিলেন প্রভাব শালী কু চক্র। সকাল হলে জমির মালিক নিজের জমিতে এসে দেখতে পায় যে বা কারা তার ফসল কেটে দিয়েছে।জমির মালিক লালন ও মন্ডল বলেন,আমরা ২ পরিবার শেষ।আমাদের বেচে থাকার মত আর কিছু নেই। তবে জন সাধারণ বলছে,সামনে ইউপি নির্বাচনকে ঘিরে দলে লোক ভিড়াতে এমন অপকর্ম করছে কুচক্র মহল। যারা এমন নেক্কার কাজ করেছে তাদেরকে চিহ্নত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, এলাকাবাসী।