বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের মধ্যে অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের উপর বিধিনিষেধ জারি করে প্রজ্ঞাপন জারি করেছে ছাত্র উপদেষ্টা দফতর।
যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দফতরটির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সংগঠনটির আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুনের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের ক্রীয়াশীল বিভিন্ন সংগঠনের ওপর ছাত্র উপদেষ্টা দফতর থেকে কতিপয় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশের চেতনার পরিপন্থী। বাক স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধকরার হীন চেষ্টা করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য শর্তাবলী ইবি ছাত্রদল প্রত্যাখ্যান করছে। একই সাথে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্রসংগঠন (নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ব্যতিত), জেলা কল্যাণ সমিতি ও সামাজিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পূর্ণ স্বাধীনতা দাবি করছে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post