Print Date & Time : 21 August 2025 Thursday 6:58 am

ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদ গ্রেফতার হয়েছে।

আজ ৩১ ডিসেম্বর কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে ও তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন।

গত ০৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় আহত আরমান মীর (২৫) নামে এক যুবক কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডা. ইউনুস সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন অর রশিদ ১৮ নাম্বার আসামি হন।

সেই মামলায় অদ্য ৩১ ডিসেম্বর কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে এবং তার আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।