Print Date & Time : 3 July 2025 Thursday 12:09 am

ইবি জিয়া পরিষদের নতুন কমিটি গঠন

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ড. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন: সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, ড. আব্দুস সামাদ, ড. নূরুন নাহার, আব্দুস শাহীদ মিয়া ও ড. এ.এস.এম. আয়নুল হক আকন্দ। যুগ্ম-সম্পাদক ড. রশিদুজ্জামান, ও ফকরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক ড. হাফিজুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক,ড. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক, ড. জালাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ড. নাসির উদ্দিন খান, কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ, প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সহ-প্রচার সম্পাদক এস.এম. আব্দুর রাজ্জাক, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ.কে.এম রাশেদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ড. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ড. খোদেজা খাতুন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য ড. মো. মিজানুর রহমান এবং ড. নজিবুল হক।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, জুলাইয়ের ছাত্র-গনআন্দোলনের চেতনা অনুযায়ী নতুন করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ সৃষ্টিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ।