Print Date & Time : 11 May 2025 Sunday 10:21 pm

ইবি ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)ডি ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) পরীক্ষার আবেদন শুরু হয়েছে যা চলবে ২৮ মার্চ পর্যন্ত।
এছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে বেলা ১১ টা থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত (‘ডি’ ইউনিট) তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগ থেকে ৮০ টা করে মোট ৩২০টি আসন থাকবে। এই ইউনিটে প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৮০ নম্বরের ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক ফলাফলের (জিপিএ) ভিত্তিতে ৪০ মার্ক থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আবেদনকারীকে অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক/ সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী উক্ত ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।