মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এই ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দুরত্ব কমিয়ে আনতে হবে। আইজি সাহেবের নির্দেশনা মোতাবেক প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযৃদ্ধে পাকহানাদার বাহিনীর উপরে সর্বপ্রথম বুলেট চালিয়েছিলো। তাই পুলিশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবেনা। কোনো রকম দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবেনা। সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। কুষ্টিয়া থেকে চিরতরে মাদক নির্মূল করতে হবে। আর জন্য প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কুষ্টিয়া ইবি থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এর সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে তে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেন। ওপেন হাউজ ডে তে শতাধিক নারী-পুরুষ ও ইউনিয়নের জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উপস্থিত জনগনের বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post