নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন মিলন বলেন, আমার বোনকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের দাগ রয়েছে। সোমবার দুপুরের দিক থেকে ঘরের দরজা বন্ধ ছিল। তাকে ডেকে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে দরজা ভেঙে দেখি মেঝেতে তার মরদেহ পড়ে আছে। ওই ঘরের দুটি দরজা রয়েছে। নজরুল একজন মাদকাসক্ত।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/05/received_508020994381322.jpeg)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক সহযোগী অধ্যাপকের বাসা থেকে তার স্ত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সোমবার (২৩ মে) রাতে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন স্কুলের পিছনে কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ওই মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওই অধ্যাপক তার স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই ইবি অধ্যাপকের নাম নজরুল ইসলাম। স্ত্রীর নাম নূর জাহান পারভিন মিনু (৪০)। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের মৃত জোবাইর হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের মা। নজরুল ইসলাম একই উপজেলার ভবানীপুর গ্রামের গনি বিশ্বাসের ছেলে। তিনি স্বামী-সন্তান কুষ্টিয়া শহরের পুলিশ লাইন স্কুলের পিছনে কমলাপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের সাথে প্রায় ১৭ বছর আগে নূর জাহান পারভিন মিনুর পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই মিনুকে মারধর করতেন মাদকাসক্ত স্বামী নজরুল। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছেলে-মেয়ের মুখের দিকে চেয়ে স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করেতেন মিনু। সর্বশেষ নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে তার স্বামী। নিহত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন মিলন বলেন, আমার বোনকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের দাগ রয়েছে। সোমবার দুপুরের দিক থেকে ঘরের দরজা বন্ধ ছিল। তাকে ডেকে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে দরজা ভেঙে দেখি মেঝেতে তার মরদেহ পড়ে আছে। ওই ঘরের দুটি দরজা রয়েছে। নজরুল একজন মাদকাসক্ত। আমার বোনকে হত্যার জন্য নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।
এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানার ওসি সাব্বিরুল আলম জানান, স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৪,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post