Print Date & Time : 17 July 2025 Thursday 9:15 am

ইমরান খানকে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য বাংলাদেশের প্রসিদ্ধ হাড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ১০০০ কিলোগ্রাম বাংলাদেশের প্রসিদ্ধ ’হাড়িভাঙা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে পাওয়া আমগুলো কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ দূতাবাস।

ইসলামাবাদ দূতাবাসের বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।