কূটনৈতিক প্রতিবেদক
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের হামলা চালায় এরপর শুরু হয় গাজার ওপর ইসরায়েলের নির্বিচার হামলা। প্রায় চার মাস ধরে চলা এই ইসরায়েলি হামলায় গাজায় ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৪ সালের শুরুতে এসেও ইসরায়েলের হামলা থামানোর কোনো লক্ষণ দেখা যায়নি। দুই দিকেই লড়াইয়ে মৃতের সংখ্যা শুধু বাড়ছেই।
ইসরায়েল শুরু থেকে বলে আসছে, তাদের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ও শাসনক্ষমতার অবসান ঘটানো। আর এ লক্ষ্যে তারা গাজা উপত্যকার ওপর কোনো ধরনের বিরতি না দিয়ে নির্বিচার আকাশ থেকে বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে।
যদিও ইসরায়েল বলছে, এখন পর্যন্ত তারা এই মিশনে ব্যর্থ হয়েছে। তারপরও তারা দাবি করছে, লক্ষ্য অর্জন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বাস্তবতা কি তাদের দাবিকে সমর্থন করছে? উত্তরটা মনে হয় খুব সহজে বলা যাচ্ছে না। ইসরাইল হামাসের সাথে যেটা পেরেছে তা হলো হামাসের হামলায় বহু সৈন্য নিহত আহত ও চিরতার পঙ্গু হয়েছে সরক|
হামাস এখনো অনেক সক্রিয় ও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। গাজা যতই ধ্বংস হোক না কেন, এই উপত্যকার নিয়ন্ত্রণকারী একমাত্র সত্তা হিসেবে তারাই টিকে আছে।পরোক্ষভাবে এই সংগঠনের উদ্যোগেই আলোচনার মধ্য দিয়ে এক সপ্তাহের যুদ্ধবিরতি আদায় হয়েছিল। এমনকি ইসরায়েলি বন্দীদের ফেরত দিয়ে স্বল্পসংখ্যক হলেও আটক ও জিম্মি ফিলিস্তিনিদের ফিরিয়ে আনতে পেরেছে তারা। আর বাকি জিম্মিদের যত দিন তারা ধরে রাখবে, হামাস তত দিন অনিবার্যভাবে ‘অন্য পক্ষ’ হয়ে থাকবে। তাদের ছাড়া অন্য জিম্মিদের ছাড়িয়ে আনা যা কঠিন।
ইসরায়েল বরাবরই বলে আসছে, যুদ্ধ-পরবর্তী গাজায় বেসামরিক স্থাপনায় হামাসের কোনো জায়গা নেই। কিন্তু তারা কখনোই বিকল্প কী হতে পারে, তেমন পরিকল্পনার কোনো আভাস দেয়নি।
নানা ধরনের কথা বলা হয়, যে হামাস ছাড়া গাজার ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু হামাসকে কীভাবে হটানো যাবে বা তাদের বিকল্প কে হবে, তেমন কোনো কথা কেউ স্পষ্ট করে বলেনি।
কিন্তু যে ভবিষ্যৎ অনুমান করা হচ্ছে, তা হলো হামাস টিকে থাকবে।হামাস এখনো একটি সক্রিয় সামরিক বাহিনী। কাসেম ব্রিগেডসে ৪০ হাজার থেকে ৬০ হাজার যোদ্ধা রয়েছে। ইসরায়েলি দাবি করেন, তারা ১০ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে। অবশ্য এটা অতিরঞ্জিত বলেই মনে করা হয়।কাসেম ব্রিগেডস অনেক সদস্য হারিয়েছে সত্য, তবে তাদের প্রায় সব ব্যাটালিয়নেও বেশ সক্রিয় যুদ্ধ ইউনিট রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post