ইন্টারন্যাশনাল ডেস্ক: হিজবুল্লাহর ড্রোন কীভাবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারল, তা তদন্ত করছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে আলোচনা চলছে, ইসরায়েলে প্রাণঘাতী হামলায় হিজবুল্লাহ কী ড্রোন ব্যবহার করেছে।
গত রোববার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত ৬০ জনের বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, সস্তা, শনাক্ত করা কঠিন—এমন আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে বিমূঢ় করে হামলার কৌশল নিয়েছে হিজবুল্লাহ।
তেল আবিবের ইসরায়েলি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সিনিয়র রিসার্চ ফেলো ওরনা মিজরাহি সিএনএনকে বলেন, তুলনামূলকভাবে সস্তা, পরিচালনা সহজ—এমন ধরনের ড্রোন শনাক্ত করা ও রুখে দেওয়া ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার জন্য কঠিন।
এর প্রধান কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিজরাহি বলেন, এ ধরনের ড্রোন আকারে ছোট। খুব হালকা। রাডার তা সহজে শনাক্ত করতে পারে না। ইসরায়েলের রাডারব্যবস্থা যেভাবে বড় আকারের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, তা সব সময় সেভাবে আকারে ছোট এই ড্রোন শনাক্ত করবে না।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post