Print Date & Time : 3 July 2025 Thursday 9:35 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব উদযাপিত

ইরফান উল্লাহ, ইবি সংবাদদাতা: সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব বা দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়ে ঘট স্থাপন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা হোলি খেলায় মেতে উঠেন। শিক্ষার্থীদের গালে মুখে দেখা যায় রঙ। মেখেছেন সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রঙ মাখছেন আবার কাউকে জোর করে মাখিয়ে দিচ্ছেন। এতে চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে উঠেছেন তারা।

শিক্ষার্থীরা জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এজন্য হিন্দু ধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব পালন করে আসছে।

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী প্রান্ত বিশ্বাস তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরই আমার প্রথম দোল উৎসব। আমার কাছে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই আপুদের সাথে দোল উৎসবে অংশগ্রহণ একটি অন্যরকম অনুভূতির। সকলেই অনেক আনন্দ করেছি।

বিশ্ববিদ্যালয় পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, আমরা আজ সারা দিনব্যাপী প্রার্থনা ও উৎসব আয়োজন করেছি। ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গিয়েছে। তবে ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রায় সকলেই এতে অংশগ্রহণ করেছেন। খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবছর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা একটু ছোট পরিসরে এবছরের উৎসব আয়োজন করেছি।