Print Date & Time : 6 July 2025 Sunday 1:24 am

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি : দৈনিক কালের কন্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের ৭টি মিডিয়ার অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত¡রে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় দৈনিক কালের কন্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মনিরুজ্জামান শেখ জুয়েল, জাহিদুল ইসলাম, সমীর রায়, আরিফ হোসেন, রনী আহম্মেদ বক্তব্য রাখেন।

বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ার ৭টি অফিসে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।